Sites Blog
প্রশ্ন : বাংলাদেশ সম্পকিত
[প্রশ্ন : বাংলাদেশ সম্পকিত ] ১। পাহাড়ী কন্যা বলা হয় কোন জেলাকে? উঃ বান্দরবনকে। ২। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ — মহেশখালী, কক্সবাজার । ৩। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? উঃ পঞ্চগড়কে। ৪। 'সূর্য কন্যা' বলা হয় কোন সমুদ্র সৈকতকে? উঃ কুয়াকাটাকে। ৫। 'পৃথিবীর ফুসফুস' বলা হয় কাকে? উঃ আমাজনকে। ৬। বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কাকে? উঃ কক্সবাজার। ৭। কোন জাতীয় গাছ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? উঃ বাঁশ জাতীয় গাছ । ৮। বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বন আছে? উঃ চট্টগ্রামে। ৯। বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা — সৈয়দপুরে অবস্থিত । ১০। দেশের প্রথম ঔষুধ পার্ক — গজারিয়াতে । ১১। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় — ২০০০ সালে । ১২। সোমপুর বিহার নির্মাণ করেন — ধর্মপাল । ১৩। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও প্রতিষ্ঠিত হয় — ঈশা খান । ১৪। দ্বৈতশাসন ব্যাবস্থার অবসান করেন — ১৭৭২ সালে । ১৫। পূর্ববাংলার নাম ‘পূর্ব পাকিস্তান ‘করা হয় — ২৩ শে মার্চ ১৯৫৬ সালে ১৬। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর — চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত । ১৭। আয়তনে দেশের বৃহত্তম বিভাগ — চট্রগ্রাম। ১৮। বেরুবাড়ী বাংলাদেশের পঞ্চগড় জেলায় অবস্থিত । ১৯। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় — ১৯৯২ সালে । ২০। ভারতে কাগজের মুদ্রা চালু করেন — লর্ড ক্যানিং । ২১। জাতীয় প্রতীকের ডিজাইনার — কামরুল হাসান । ২২। দীর্ঘ ,প্রস্থ এবং গভীরতায় দেশের বৃহত্তম নদী — মেঘনা । ২৩। তামাবিল অবস্থিত — সিলেটে ২৪। 'কম্পিউটারের পূর্বপুরুষ' বলা হয় কাকে? উঃ আবাকাস নামক গণনাকারী যন্ত্রকে। ২৫। কৃষি উন্নয়নে ‘ রাষ্টপতি পুরষ্কার ‘ পদক প্রদান শুরু হয় — ১৯৭৩ সালে । ২৬। চিংড়ি গবেষনা কেন্দ্র অবস্থিত — বাগেরহাটে । ২৭। হরিপুর তেলক্ষেত্র আবিষ্কৃত হয় — ১৯৮৫ সালে ।১. প্রশ্ন : বাংলাদেশে প্রথম নোবেল বিজয়ী কে? উত্তর : ড. মুহম্মদ ইউনুস।- ২. প্রশ্ন : বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরী কোনটি? উত্তর : বিএনএস পদ্মা।- ৩. প্রশ্ন : কবে প্রথম বাংলাদেশের পতাকাউত্তোলন করা হয়? উত্তর : ২ মার্চ ১৯৭১।- ৪. প্রশ্ন : কবে প্রথম বাংলাদেশের মুদ্রা চালু হয়? উত্তর : ৪ মার্চ ১৯৭২।- ৫. প্রশ্ন : কবে প্রথম বাংলাদেশের বিমান চালু হয়? উত্তর : ৪ ফেব্রুয়ারি ১৯৭২।- ৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়।- ৭. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে? উত্তর : বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস।- ৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ছায়াছবি কোনটি? উত্তর : মুখ ও মুখোশ (১৯৫৬)।- ৯. প্রশ্ন : বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান কে? উত্তর : এ কে খন্দকার।- ১০. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী পাইলট কে? উত্তর : কানিজ ফাতেমা রোকসানা।- ১১. প্রশ্ন : বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজকোনটি? উত্তর : বাংলার দূত।- ১২. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী উপাচার্য কে? উত্তর : ফারজানা ইসলাম।- ১৩. প্রশ্ন : বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী কে? উত্তর : মুসা ইব্রাহিম।- ১৪. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী কে? উত্তর : নিশাত মজুমদার।- ১৫. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি? উত্তর : শিরিন শারমিন চৌধুরী।- ১৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধানকে? উত্তর : জেনারেল এমএজি ওসমানী।- ১৭. প্রশ্ন : বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপককে? উত্তর : শিল্পাচার্য জয়নুল আবেদীন।
Created at 2018-01-30 05:49:43
Back to posts
This post has no comments - be the first one!
UNDER MAINTENANCE
If you would like to publish an article on our site, please submit your article by visitingthis page
» |