Sites Blog
কম্পিউটার সম্পকিত
[কম্পিউটার সম্পকিত] ১.প্রথম ডিজিটাল কম্পিউটার - MARK-1. ২.সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার - সুপার কম্পিউটার। ৩.হাইব্রিড কম্পিউটারের ইনপুট হলো- এনালগ প্রকৃতির। ৪.হাইব্রিড কম্পিউটারের আউটপুট হলো- ডিজিটাল প্রকৃতির। ৫.বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার এখন- তিয়ানহে-২(চীন). ৬. 'পরম' নামে সুপার কম্পিউটার আবিষ্কার করে- ভারত। ৭.বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটার - বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে। ৮.বাংলাদেশের সুপার কম্পিউটারটি হলো- IBM RS/ 6000 SP. ৯.মেইনফ্রেম কম্পিউটার আকারে সুপার কম্পিউটার হতে- ছোট। ১০.প্রথম মিনি কম্পিউটার -পিডিপি-১ ১১.প্রথম পারসোনাল কম্পিউটার - এলটেয়ার-৮৮০০। ১২.lap শব্দের মানে- কোল। ১৩.প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে- এপসন কোম্পানি, ১৯৮১ সালে। ১৪.DOEL ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান - টেশিস। ১৫.'টেশিস' এর পূরনাংগ রুপ- টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড। ১৬.পামটপ হলো - হাতের তালুতে রেখে কাজ করা যায় এমন ছোট কম্পিউটার। ১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি); ২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor ৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়- John Von Neumann; কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে; ৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন; ৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী; ৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট; ৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে; ৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার; ৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম; ১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার। ১২. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন; ১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন; ১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল; ১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়; ১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে। ১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স; ১৯. VSAT প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়; ২০. প্রথম ল্যাপটপ কম্পিউটার- অসবর্ন-১ , এপসন কোম্পানি, ১৯৮১;। ২১. পুনরাবৃত্তিমূলককাজে কম্পিউটার বেশি সুবিধাজনক২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস; ২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস; ২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
Created at 2018-01-29 19:52:00
Back to posts
This post has no comments - be the first one!
UNDER MAINTENANCE
If you would like to publish an article on our site, please submit your article by visitingthis page
» |